ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাহরুখের জন্য গাইলেন অনুপম রায়

প্রকাশিত: ০৮:১৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

শাহরুখ খানকে বলা হয় বলিউডের পরশ পাথর। তার নামের সঙ্গে যাদের নাম মিশেছে তারাই পেয়েছেন সাফল্যের দেখা। পৌঁছে গেছেন খ্যাতির চূড়ায়। রানী মুখার্জি, আনুশকা, দীপিকারা সেই তালিকার উজ্জ্বল নক্ষত্র।

এবার সেই তালিকায় প্রবেশ করতে চলেছেন কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অনুপম গান করেছেন বলিউড বাদশার জন্য। নতুন ছবি ‘ফ্যান’-এ গাইলেন তিনি। এটি হলো বলিউডে শিল্পীর দ্বিতীয় যাত্রা।

এর আগে জিত সরকারের ‘পিকু’ (অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন) ছবির সংগীত পরিচালক হিসেবে বলিউডে প্রবেশ করেন অনুপম রায়। ছবিটিতে সেরা আবহ সংগীত বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তিনি।

জানা গেছে সম্প্রতি প্রকাশ হওয়া ‘ম্যায় তেরা ফ্যান হো গ্যায়া’ শিরোনামের গানটির বাংলা সংস্করণে গাইলেন অনুপম। বিশাল-শেখরের সুর-সংগীতে এটি হিন্দিতে গেয়েছেন নাকাশ আজিজ। হিন্দির মতো বাংলা গানেও ‘ফ্যান হো গ্যায়া’ শব্দ তিনটি থাকছে। আর বাংলা গানটা হলো ‘আমি তোর হায়রে ব্যাপক’।

এই গান নিয়ে উচ্ছ্বসিত অনুপম নিজেকে ভাগ্যবান জানিয়ে বলেছেন, ‘এ বিষয়ে বলার মতো ভাষা আমার নেই। যশরাজ ফিল্মসের সঙ্গে আমার কাজ হবে, এবং সেই ছবির নায়ক হবে শাহরুখ খান- সেটা ভাবতেই পারিনি কোনোদিন। মনে হচ্ছে আমি সত্যিই ভাগ্যবান।’

এরইমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। শিগগিরই এটি প্রকাশ করা হবে বলে জানালেন ‘ফ্যান’ ছবির পরিচালক মনীশ শর্মা।

এলএ/পিআর