ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাবা হারালেন নির্মাতা নূরুল আলম আতিক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা নূরুল আলম আতিকের বাবা কাসেম আনোয়ার খান আর নেই। সোমবার (৯ জানুয়ারি) সকালে গাজীপুরে ছোট ছেলের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

নূরুল আলম আতিক জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সিভিল এভিয়েশনের চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজধানীর আশকোনায়ই থাকতেন। সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে টাঙ্গাইল শহরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এমআই/এমএমএফ/এএসএম