ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে গডস অব ইজিপ্ট

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মানব সভ্যতার বিস্ময় মিশরের ইতিহাস-ঐতিহ্য। বরাবরই তা এই শতাব্দীর মানুষের কাছে আগ্রহের এবং রোমাঞ্চকর এক বিষয়। সেই বিবেচনা থেকেই বিভিন্ন চলচ্চিত্রকার বিভিন্ন সময়ে মিশরের গল্প-কাহিনি তুলে ধরার প্রয়াস চালিয়েছে সেলুলয়েডের ফিতায়। সেগুলো বেশ সাড়াও পেয়েছে।

তারই ধারাবাহিকতায় হলিউডের সুপরিচিত নির্মাতা এলেক্স প্রোয়াস নির্মাণ করেছেন ‘গডস অফ ইজিপ্ট’। এই ছবিটি চলতি বছরের আলোচিত ছবিগুলোর একটি।

মত্ত সাজামা ও বুর্ক সারপ্লেসের চিত্রনাট্যে তৈরি ছবিটি আমেরিকা তথা বিশ্বব্যাপী দর্শকের নজর কেড়েছে। এবার তাদের জন্য সুখের খবর হলো আগামী শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি এটি মুক্তি পেতে যাচ্ছে আমেরিকায়। বাংলাদেশি দর্শকদের জন্য একইসঙ্গে রাজধানী ঢাকার ব্লকবাস্টার সিনেমাসেও মুক্তি পাচ্ছে ‘গডস অব ইজিপ্ট’। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

‘গডস অফ ইজিপ্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ব্রেন্তন থ্বিতেস, নিকলাজ কোস্টার-বাল্দাউ, গেরার্দ বাটলারসহ আরো অনেকেই।

এর গল্পে দেখা যাবে- মিশরের সিংহাসন করায়ত্ত করেছে নিষ্ঠুর অন্ধকারের অভিশাপ। সেখানেই বিপর্যয় সৃষ্টি। আর তার মুক্তি খুঁজতে গিয়েই রক্তক্ষয়ী এক সংঘাতে জড়িয়ে পড়বে দেবতা হোরাসের সঙ্গে চির অমর নায়ক বেকের অনুসারীরা।

এলএ/পিআর