ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দেবাশীষের নতুন ছবি মন জ্বলে

প্রকাশিত: ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

নির্মাতা হিসেবে দেবাশীষ বিশ্বাসের অভিষেক হয় ২০০২ সালে ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’ চলচ্চিত্র দিয়ে। তখনকার তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূরের ছবিটি সুপার ডুপার হিট হয়েছিলো।

এরপর বেশ লম্বা সময় ধরেই তিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সম্প্রতি ঘোষণা দিয়েছেন নিজের চতুর্থ ছবির। জানালেন, সাইমন ও পরীমনিকে নিয়ে তৈরি করতে যাচ্ছেন ‘মন জ্বলে’ নামের চলচ্চিত্র।

নবীন চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ছবিটির জন্য এরইমধ্যে নায়ক ও নায়িকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। শিগগরিই শুরু হবে এর দৃশ্যধারণের কাজ। ঢাকাই ছবির জনপ্রিয় জুটি সাইমন-পরীকে নিয়ে তার ‘মন জ্বলে’ সফল হবেই বলে আশাবাদী নির্মাতা।

প্রসঙ্গত, দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ’র সাফল্যে অনুপ্রাণীত হয়ে ২০১৩ সালে নির্মাণ করেন নিজের দ্বিতীয় ছবি ‘শুভ বিবাহ’। তৃতীয় ছবি হিসেবে নির্মাণ করেন দুই নবাগত আরিফিন শুভ ও আইরিনকে নিয়ে ‘ভালোবাসা জিন্দাবাদ’।

এলএ/এবিএস