ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইমন-ভাবনার ল্যাম্প পোস্ট

প্রকাশিত: ১০:১০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রতিদিনই একটি মেয়ের জন্য ল্যাম্পপোস্টের নিচে অপেক্ষা করে ছেলেটি। কয়েকদিন অপেক্ষার পর মেয়েটির দেখা পান তিনি। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু মেয়েটি ছেলেকে তার বাবা-মাকে ছেড়ে তার কাছে আসার জন্য একটি শর্ত জুড়ে দেয়। ছেলেটি পড়ে যায় বিপাকে।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে এক ঘণ্টার নাটক ‘ল্যাম্প পোস্ট’। নাটকে প্রেমিক ছেলেটির চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। আর তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

পান্থ শাহ্য়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এটি এনটিভিতে আগামী শনিবার, ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে।

নাটকে ইমন ভাবনা ছাড়া আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, জুয়েল হাসান কিসলু, রাসেল প্রমূখ।

এলএ/এবিএস