স্পেকট্রা নিয়ে হাজির বন্ড
২৪ তম বন্ড সিনেমা ‘স্পেকট্রা’। ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেস তাঁর আপকামিং ছবির নাম ঘোষণা করলেন। সম্প্রতি ইউটিউবে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে স্যাম তাঁর ছবির কাস্টদের নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। বন্ড হচ্ছেন ক্রেগই। তবে বন্ড গার্লের ভূমিকায় বড়সড় বদল ঘটছে। ইতালির মোনিকা বেলুচি এবং ফ্রান্সের লি সেডৌক্স এই দুজন অভিনেত্রীই স্পেকট্রা-এর নতুন বন্ড গার্ল।
বন্ডের খলনায়কের খবর তো আগেই পাওয়া গিয়েছে। সাম্প্রতিকতম শার্লক হোমস টিভি সিরিজের গোয়েন্দার চরিত্রাভিনেতা অ্যান্ড্রিউ স্কট বড় পর্দায় বন্ডের বিরুদ্ধে লড়বেন। তবে বন্ডের শেষ ৭টি ছবিতে কাজ করে আসা রাল্ফ ফিয়েনসের পরিবর্তে এই ছবিতে জুডি ডেঞ্চকে দেখা যাবে।
লন্ডন এবং মরক্কোর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ‘স্পেকট্রা’র শুটিং হবে। বন্ডের ছবি মানেই প্রপস বা অ্যাকসেসরিজের একটা আলাদা গুরুত্ব তো রয়েছেই। ব্রিটিশ বিলাসবহুল স্পোর্টস কার অ্যাস্টন মার্টিন ৫০ বছর ধরে বন্ড ছবির অন্যতম স্টাইল আইকন। এই ছবিতেও তার ব্যতিক্রম ঘটছে না। ‘স্পেকট্রা’ মুক্তি পাবে নভেম্বর ২০১৫।