ফাহমিদা নবীর সঙ্গে গান গাইলেন কোহলি (ভিডিও)
আনুশকা শর্মার সঙ্গে প্রেমের কারণে বলিউডে নিয়মিত আনাগোনা ছিল ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির। বর্তমানে ভারতের এ ক্রিকেট তারকা মাইক্রোম্যাক্স এশিয়াকাপ খেলতে বাংলাদেশে অবস্থান করছেন। বলিউডের নিয়মিত যাতায়াতের কারণেই কিনা এবার ঢাকায় একটি গানের অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে গান গাইলেন ভারতের এ পোস্টার বয়।
শনিবার ৫১ বলে ৪৯ রানের এক অসাধারণ ইনিংস খেলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় এনে দেন কোহলি। দারুণ উত্তেজনাপূর্ণ সে ইনিংসের পর কিছু বৈচিত্র্য আনতে ভারতীয় হাইকমিশনারের উদ্যোগে মহেন্দ্র সিং ধোনির দলের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠে বাংলাদেশের শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে গলা মেলান কোহলি। তবে তিনি একা নন, তার সঙ্গে ভারতের আরেক বিধ্বংসী ব্যাটসম্যান সুরেশ রায়নাও যোগ দেন।
বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ফাহমিদা নবী দুটি গান গাওয়ার পর মাইক্রোফোন হাতে তুলে নেন কোহলি। বলিউডের বিখ্যাত তাজমহল সিনেমায় লতা মুঙ্গেশকরের গাওয়া গান ‘যো ওয়াদা কিয়া বো নিভানা পারেগা...’- গানটি গেয়ে শুনান বিরাট।
উল্লেখ্য, ফাহমিদা নবী প্রয়াত সংগীত শিল্পী মাহমুদ উন নবীর কন্যা এবং সংগীত শিল্পী সামিনা চৌধুরীর ছোট বোন।
আরটি/একে/আরআইপি