ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মার্চে উড়বে বাপ্পার বোকা ঘুড়ি

প্রকাশিত: ১১:৩১ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় কণ্ঠ তারকা বাপ্পা মজুমদারের ভক্তদের জন্য সুখবর। আসছে মার্চ মাসেই প্রকাশ হতে যাচ্ছে বাপ্পার একাদশ তম একক অ্যালবাম ‘বোকা ঘুড়ি’। এরইমধ্যে অ্যালবামের গান রেকডিংসহ অন্যান্য কাজ শেষ।

জানা গেছে, এতে মোট ৬টি গান থাকছে। এর মধ্যে ‘ঘুড়ি’ শিরোনামেও একটি গান রয়েছে। যা থেকেই মূলত অ্যালবামটির নাম নির্বাচন করা হয়েছে।

এই অ্যালবামের জন্য গান লিখেছেন শাহান কবন্ধ, মাস মাসুম প্রমুখ। গানগুলোতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর-সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই।

উল্লেখ্য, বাপ্পা মজুমদার এখন পর্যন্ত দশটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘জানিনা কোন মন্তরে’।

এলএ/আরআইপি