ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বৈশাখে আসছে তুষার দ্য মিক্সড

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০২ মার্চ ২০১৬

তরুণ কণ্ঠশিল্পী হাসনাত তুষার। এর আগে কয়েকটি মিক্সড অ্যালবামে গান করে প্রশংসা পেয়েছেন। আসছে পহেলা বৈশাখে প্রকাশ হতে যাচ্ছে ‘হাসনাত তুষার ফিচারিং ‘তুষার দ্য মিক্সড’ অ্যালবাম।
 
তুষার বলেন, ‘অ্যালবামটিতে মোট আটটি ভিন্ন ধাঁচের গান পাবেন শ্রোতারা। এরমধ্যেই কয়েকটি গানের রেকর্ডিংও শেষ হয়েছে। আশা করছি ভিন্ন ধাঁচের গানগুলো শ্রোতাদের কাছে ভালো লাগবে।’

এদিকে, এন আই বুলবুলের লেখা এবং তুষারের সুরে থাকছে চ্যানেল আই সেরাকন্ঠের শাপলার কণ্ঠে গাওয়া একটি গান। এছাড়া অ্যালবামের বেশ কিছু গানের সংগীত পরিচালনা করছেন শাহরিয়ার রাফাত।

এছাড়া ‘তুষার দ্য মিক্সড’ অ্যালবামে আরো থাকবে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন শিল্পীর গান।

এনই/এলএ/এমএস