ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দুবাই থেকে দেশে ফিরলেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৯ এএম, ১৯ মার্চ ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার (১৯ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সকাল ১০টার দিকে হিরো আলম মোবাইলে জানান, মাত্রই তিনি ইমিগ্রেশনের কাজ শেষ করেছেন। বাইরে অনেক গণমাধ্যমকর্মী। তিনি কেন আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন, সে বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুবাইয়ের মরুভূমিতে হিরো আলমের শুটিং

হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশ্যে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার (১৮ মার্চ) বিকেলে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: দুবাইয়ের মরুভূমিতে হিরো আলমের শুটিং

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এমআই/এমএস

বিজ্ঞাপন

পরবর্তী খবর

দুবাইয়ের মরুভূমিতে হিরো আলমের শুটিং

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৬ এএম, ১৯ মার্চ ২০২৩

বাংলাদেশের তারকাদের দুবাই যাত্রা নিয়ে আলোচনার রেশ কাটেনি। এরই মধ্যে শনিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে হিরো আলম নতুন গানের শুটিং সম্পন্নের কথা জানিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন।

আসন্ন পবিত্র মাহে রমজান সামনে রেখে হিরো আলমের কণ্ঠে আব্বুল কাদের হাওলাদারের কথা এবং সুরে ‘এলো মুক্তির পয়গাম নিয়ে মাহে রমজান’ শিরোনামে একটি ইসলামিক গানের শুটিং করেন তিনি।

পোস্টের ভিডিওতে দেখা যায় সাদা আরবীয় পোশাকে দুবাইয়ের মরুভূমিতে উটের পিঠে চড়ে গানের শুটিং করছেন হিরো আলম।

jagonews24

গানটি রোজা শুরুর দু-একদিন আগে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

এমএমএফ/এমআরএম/এমএস

পরবর্তী খবর

থানায় মামলা হয়নি, আদালতে যাবো: শাকিব খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৭ এএম, ১৯ মার্চ ২০২৩

রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে থানা থেকে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ মার্চ) দিনগত রাতে শাকিব খান মামলার উদ্দেশে গুলশান থানায় যান। প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর সেখান থেকে বেরিয়ে শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য।

শাকিব খান বলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কি না আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ এসেছে, আমি আইনি পদক্ষেপ নিতে থানায় এসেছি।

গুলশান থানায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এমনটাই জানিয়ে শাকিব বলেন, আমি এখানকার (গুলশান থানা) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। তাই আমি আগামীকাল আদালতে মামলা করতে যাবো।

অস্ট্রেলিয়ায় শাকিবের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ অভিনেতা বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারবো? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।

টিটি/এমএইচআর

পরবর্তী খবর

গুলশান থানায় শাকিব খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৪ এএম, ১৯ মার্চ ২০২৩

এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানায় গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শনিবার (১৮ মার্চ) রাতে একজন আইনজীবীসহ থানায় যান তিনি। বর্তমানে থানাতেই অবস্থান করছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান বলেন, চিত্রনায়ক শাকিব খান বর্তমানে থানায় অবস্থান করছেন। তিনি একটি অভিযোগ করবেন বলে শুনেছি। তবে কার বিরুদ্ধে করবেন তা এখনো জানা যায়নি। অভিযোগ আমাদের হাতে এলে পরে জানা যাবে।

এদিকে একটি সূত্র জানিয়েছে, রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে শাকিব খান থানায় গিয়েছেন।

টিটি/এমএইচআর

পরবর্তী খবর

আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি: মাহি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:২০ এএম, ১৯ মার্চ ২০২৩

‘আমার বিকেল চারটার দিকে জামিন হয়েছে। আজকের দিনটা সর্বোচ্চ বাজে দিন ছিল। এই বাজে দিনেই আমি সর্বোচ্চ সম্মানিত হয়েছি।’ জেল থেকে মুক্তি পাওয়ার পর ১৮ মার্চ রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে নায়িকা মাহিয়া মাহি এমনটা বলেছেন।

তিনি আরও বলেন, আজকের এই দিনে কেউ রক্ষা করার মতো কেউ ছিল না আমার পাশে। সেই দিন মায়ের মতো স্নেহ দিয়ে যিনি আমাকে আগলে রাখলেন, যিনি আমাকে সেভ করলেন, যার নির্দেশে আমি আমি আজকে ন্যায়বিচার পেয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কত ভালো মানুষ, তার অন্তরটা যে কত পবিত্র, তিনি যে তিনি যে কত মায়ের মতন, আমি এটা বোঝাতে পারব না।

আমি আজকে বলছি, আমি কথা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু এই মানুষটার জন্য আমি সারা জীবন কোনো রকমের কোনো পথপদবি ছাড়া কাজ করে যাবো। আমরা যারা আওয়ামী লীগ করি, তার জন্য কাজ করি, আমাদের উচিত তাকে গভীরভাবে ভালোবাসা। এরকম মানুষ আমরা কখনোই পাব না। এরকম মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নেই। ধন্যবাদ প্রধানমন্ত্রী। যাকে আমি ভালোবেসে ডাকি আমার হাসু আপা বলে ডাকি। আল্লাহ যেন তার আয়ু আমার মাথার চুল পরিমাণ দেয়, তিনি যেন বেঁচে থাকেন দীর্ঘদিন। আপনি সুস্থ থাকুন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ, সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। এই দিনটাতে সবাই আমাকে অনেক সাহায্য করেছেন।

সবাই আমার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন। তিনি যতদিন থাকবেন আমরা ন্যায় বিচার পাব। মানে আমরা সেভ থাকব। তার শুধু নলেজে যেতে হবে যেখানে অন্যায় হচ্ছে এতোটুকুই এনাফ।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে গ্রেফতার হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর তাকে দ্রুত সময়ের মধ্যে কারাগারেও পাঠানো হয়। তবে বিকালেই জামিন দেওয়া হয়েছে এ নায়িকাকে।

উল্লেখ্য, মাহি বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি তিনি ওমরা করতে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকেই শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, গাজীপুরে অবস্থিত তাদের গাড়ির শো-রুমে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে ‘ঘুস’ নেওয়ার অভিযোগও তোলেন তারা। এদিন রাতেই মাহি-রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই সূত্রে দেশে ফেরা মাত্রই মাহিকে গ্রেফতার করা হয়।

এমআই/এমএমএফ/এমএইচআর

পরবর্তী খবর

আজ বিটিভিতে দেশের গান গাইবেন কোনাল-পিজিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৮ মার্চ ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনালের সংগীত যাত্রা শুরু হয় ২০০৯ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে ২০১৩ সালে পিজিতের সংগীত শুরু নিজ চট্টগ্রামে ব্যান্ডসংগীত দিয়ে।

২০১৯ সালে গান ভালোবেসে গানের জন্যই নিজ শহর ছেড়ে ঢাকা আসেন। এখন নিয়মিত কাজ করছেন টিভি, স্টেজ এবং অডিও ইন্ডাস্ট্রিতে।

আজ শনিবার (১৮ মার্চ) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে এই দুই শিল্পী গাইবেন দেশের গান। অনুষ্ঠানের নাম ‘সংগীতাঙ্গন’।

স্বাধীনতা দিবসের বিশেষ এ পর্ব নিয়ে খুব উচ্ছ্বসিত পিজিত। এ প্রসঙ্গে তিনি বলেন, কোনাল আপু আমার অনেক পছন্দের, অনেক স্নেহ করেন আমাকে। আপুর সাথে একই অনুষ্ঠানে গাওয়া ভাগ্যের ব্যাপার। মাহবুবা ফেরদৌস আপার প্রযোজিত এই অনুষ্ঠানে আমরা তিনটি করে দেশের গান করবো। সামনেই আপুর আর আমার দ্বৈত গান দিয়ে আমার নিজের ইউটিউব চ্যানেল পিজিত মহাজন অফিসিয়ালের যাত্রা শুরু হচ্ছে, গানের শিরোনাম ‘তোকে কত ভালোবাসি’।

এমআই/এমএমএফ/জেআইএম