অভিনন্দন জানাতে গাইবেন মাশরাফির প্রিয় শিল্পী
বাংলাদেশের অহংকার, নড়াইল এক্সপ্রেস, টাইগারদের দলনেতা মাশরাফি বিন মর্তুজা যখন দূরন্ত কিশোর তখন দক্ষিণাঞ্চলের লোকাল কনসার্ট মাতিয়ে বেড়াতেন এক গায়ক। তার মিষ্টি কন্ঠে বিমোহিত ছিল যশোর, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, ফরিদপুর। মোহিত হয়েছেন বারবার কিশোর মাশরাফিও।
তারপর কত বলে কত উইকেট খন্ড-বিখন্ড হয়েছে ক্রিকেটের বাইশ গজে। ডানা মেলে উড়েছে কত সুর। কিশোর মাশরাফি হয়েছেন বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল তারকা। আর তার প্রিয় শিল্পী সুরে সুরে জয় করেছেন পুরো বাংলা। ক্লোজআপ ওয়ানের মঞ্চ থেকে হয়েছেন বাংলার প্রিয়কণ্ঠ। হ্যা, বলছিলাম ক্লোজআপ তারকা মোল্ল্যা বাবুর কথাই। এখনো যার গান শুনতে টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে গানের অনুরোধ রাখেন বাংলার বাঘ।
মাশরাফির প্রিয়কণ্ঠ ক্লোজআপ তারকা মোল্ল্যা বাবু বাংলাদেশ ক্রিকেট দলকে এশিয়া কাপের ফাইনালে ওঠায় অভিনন্দন জানাতে আজ রাত ১১টা ৪৫ মিনিটে আসছেন দেশ টিভির ক্লোজআপ কলের গানে।
তিনি বলেন, ‘মাশরাফিবাহিনীকে অভিনন্দন এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য। এটা আমাদের জন্য বড় মাপের সম্মান। আমি আশাবাদী তারা সত্যিকার বাঘের মতই এশিয়া কাপ ছিনিয়ে আনবে। আমার এবং শ্রোতাদের পক্ষ থেকে মাশরাফি ও টিম বাংলাদেশকে অভিনন্দন জানাতেই আমি আজ দেশ টিভিতে ক্লোজআপ কলের গানে গাইতে আসছি।
বাবু জানান, নিজের মৌলিক গান ছাড়াও তিনি এল আর বি, ফিডব্যাক ও নগরবাউলের গান শোনাবেন।
ক্লোজআপ কলের গানে আজ মোল্ল্যা বাবু ছাড়াও থাকবেন পাওয়ার ভয়েস তারকা মিষ্টিকণ্ঠী পিংকি ছেত্রি।
দেশ টিভির জনপ্রিয় এই লাইভ মিউজিক অনুষ্ঠানটি শুরু হবে রাত ১১টা ৪৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আলমগীর হোসাইন।
এলএ