ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

উল্কিতে ধর্ষণের প্রতিবাদ

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৫ মার্চ ২০১৬

কৈশোরে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে সম্প্রতি বিবৃতি দিয়েছিলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। আর তারপর থেকেই চারিদিকে চলছিলো নানান গুঞ্জন। অনেকেই ভেবেছেন আলোচিত হতে সহজ উপায় বেছে নিয়েছেন গাগা।

সেসব যাই হোক, ধর্ষণ এবং যৌন হয়রানি বন্ধে বেশ কোমর বেঁধেই সোচ্চার হয়েছেন এই সংগীত তারকা। আর তার হাতিয়ার হিসেবে তিনি বেছে নিয়েছেন উল্কিকে। সম্প্রতি নিজের ব্যক্তিগত টুইটারে বাম বাহুতে অংকিত একটি উল্কির ছবি প্রকাশ করেন গাগা। এটাকে তিনি আখ্যা দিয়েছেন প্রতিবাদের প্রতীক হিসেবে।

তিনি আরও জানান, ‘একজন ভুক্তভোগী হিসেবে নিজের যৌন হয়রানি হওয়ার কথা প্রকাশ করার ব্যাপারটি কতোটা প্রতিকূল ছিলো তা আমি বুঝেছি। আমার কর্মস্থল বেডরুম নয়, এটা কর্মস্থলই। তাই নারীদের প্রতি ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ হোক।’

উল্লেখ্য, ৮৮তম একাডেমি পুরস্কারের অনুষ্ঠানে চোখ ধাঁধানো পারফর্ম করেন এই পপ তারকা। তখনো তার হাতে দৃশ্যমান ছিলো এই উল্কি।

আরএএইচ/এলএ/এবিএস