ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঈদে কাজী শুভর ১০ গান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১২ এপ্রিল ২০২৩

জনপ্রিয় সংগীতশিল্পী-সুরকার কাজী শুভ। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে আসছেন তিনি। নতুন গানের বাইরেও স্টেজ শো নিয়ে বছরজুড়ে চলে তার ব্যস্ততা। এবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন ১০ গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীতশিল্পী ও সুরকার।

নতুন দশটি গান মধ্যে উল্লেখ্য যোগ্য হলো আর এ আশরাফুলের কথামালায় ও শোভন রয় এর সুর, সংগীতে ‘হইলে বধু মন্দ হবে না’। প্রসেনজিত মন্ডলের কথায় ও শোভন রয় এর সুর, সংগীতের ‘তোমায় ভালোবাসি কন্যা’। দেলওয়ার আরজুদা সরফ’র কথায়, অভি আকাশের সুরে ‘মাটির পরী’ নামের গানটির সঙ্গীতায়োজন করেন রেজওয়ান শেখ। হুমায়ুন কবিরের কথা ও সুরে এবং আহমেদ সজীবের সঙ্গীতায়োজনে পাগল ‘বানাইলি।

আরও পড়ুন: ঈদে মনির খানের ১০ গান

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গানগুলো সম্পর্কে কাজী শুভ বলেন, ‘গানগুলো কথাগুলো শ্রুতিমধুর। এবারের ঈদ আনন্দে গানটি বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি, বরাবরের মতো এই গানগুলো দর্শক পছন্দ করবে।’

জানা গেছে, গানগুলো শিগগিরই শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন চ্যানেলে মুক্তি পাবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআই/এএসএম

আরও পড়ুন

বিজ্ঞাপন