ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নগর জোনাকিতে সৌমি

প্রকাশিত: ১০:২২ এএম, ০৯ মার্চ ২০১৬

মডেল অভিনেত্রী সেমন্তী সৌমির শুরুটা লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর অসংখ্য নামিদামি দেশসেরা ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন। বেশ কিছু টিভি নাটকে অভিনয় করেও মুগ্ধ করেছেন সকলকে।

সম্প্রতি সম্ভাবনাময়ী এই তরুণ তুর্কী কাজ করছেন নতুন একটি মেগা সিরিয়ালে। নাম ‘নগর জোনাকি’। এটি পরিচালনা করছেন মাসুদ মহিউদ্দিন।

সিরিয়ালটি প্রসঙ্গে সৌমি বলেন, ‘এখানে দর্শকদের সামনে আমি একজন নামকরা মডেল হিসেবে হাজির হবো। যার চলনে বলনে সবকিছুতেই থাকবে বদান্যতা। চরিত্রটি আমার কাছে বেশ মজার মনে হয়েছে। পর্দায় নিজেকে প্রেজেন্ট করতে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী।’

নির্মাতা সূত্র থেকে জানা গেছে, ‘নগর জোনাকি’ সিরিয়ালটি সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত হবে।

Soumi
এখানে সৌমি ছাড়া আরো অভিনয় করেছেন ইফতেখাব দিনার, জেনি, প্রাণ রায়, নিলয় প্রমুখ।

এদিকে, সৌমি অভিনয় করেছেন অনন্য মামুনের ‘অস্তিত্ব’তে ছবিতে। সৌমি বললেন,  ‘ছবিতে আমার সহশিল্পী জোভান। সেও বেশ ভালো করেছে। ছবির একটি গানের ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যা বেশ সাড়া জাগিয়েছে। ভালো প্রশংসা পাচ্ছি। শিগগিরই মুক্তি পাবে ছবিটি।’   

এনই/এলএ