নতুন সিনেমা-ওয়েব সিরিজ নির্মাণ করবেন অমি

সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’সহ আরও কিছু নাটক বানিয়ে তিনি দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। তার নাটক মানেই সুপারহিট।
আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’র আপত্তিকর পর্বগুলো সরিয়ে ফেলা হলো
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গেল রোজা ঈদে কাজল আরেফিন অমি ‘হোটেল রিলাক্স’ সিরিজ ও ‘বিদেশ’ নাটক বানিয়েও সাড়া ফেলেছেন। তারপর থেকেই এ নির্মাতার নতুন কাজের অপেক্ষায় ছিলেন ভক্তরা।
আরও পড়ুন: ব্যাচেলর পয়েন্ট ও কাবিলা চরিত্র ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সেই অপেক্ষা ফুরাতে চললো। ২৬ মে দুটি নতুন কাজে চুক্তিবদ্ধ হয়েছেন অমি। তার একটি ওয়েব সিরিজ, অন্যটি ওয়েব ফিল্ম। দুটি নির্মাণই আসবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডির ব্যানারে।
বিজ্ঞাপন
২৬ মে অমির সঙ্গে বঙ্গর চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমানসহ আরও অনেকে। সেখানে জানানো হয়েছে অমি পরিচালিত নতুন সিরিজটির নাম ‘আন্ডারওয়ার্ল্ড’৷ আর ওয়েব সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘অসময়’৷
আরও পড়ুন: শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪
কাজল আরেফিন অমি বলেন, ‘খুব দ্রুতই শিল্পী নির্বাচন সম্পন্ন করে শুরু হবে সিরিজ ও সিনেমাটির শুটিং। আমরা দেশের জনপ্রিয় শিল্পীদের কথাই মাথায় রেখেছি।’
বিজ্ঞাপন
বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘কাজল আরেফিন অমি একজন জনপ্রিয় নির্মাতা। তার ‘হোটেল রিলাক্স’ সিরিজটি আমাদের বেশ সাফল্য এনে দিয়েছে। আশা করছি তার সঙ্গে নতুন যাত্রাও সাফল্যের হবে।’
এমআই/এমএমএফ/এএসএম
আরও পড়ুন
বিজ্ঞাপন