ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ট্রেলারে ওপেন টি বায়োস্কোপ (ভিডিও)

প্রকাশিত: ০২:৫২ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ‘ওপেন টি বায়োস্কোপ’ এর ট্রেলার মুক্তি পেল। ২ মিনিট ৩৩ সেকেন্ডের এই ট্রেলার দেখে ছবির সম্পর্কে টুকরো ধারণা পাওয়া যায়।

এটি এমন এক সময়ের গল্প যখন সোশাল নেটওয়ার্কিং সাইটের এত রমরমা ছিল না। সে সময় পাড়ার সবাই একজোট হয়ে বায়োস্কোপে উত্তম-সূচিত্রার ছবি দেখত নির্দিষ্ট বিকেলগুলোতে।

সেসময় ছেলেমেয়েদের বড় হওয়াটাও আজকের থেকে অনেক আলাদা ছিল। ‘ওপেন টি বায়োস্কোপ’ নামক টাইম মেশিনে চড়ে সেই সময়টায় দর্শকরা সেই সময়ে পৌঁছে যাবেন। ছবিটির প্রযোজনা করছেন, সুজিত সরকার।