এবার দেশের বাইরে প্রদর্শিত হবে কৃষ্ণপক্ষ
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন নির্মাণ করেছেন ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও মাহিয়া মাহি।
ছবিটি গেল ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়। এরইমধ্যে ছবিটি রুচিশীল চলচ্চিত্রের অনুরাগীদের মন জয় করে নিয়েছে। সেই সাফল্যে এবং প্রবাসী বাঙালিদের অনুরোধে দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও প্রদর্শিত হতে যাচ্ছে ‘কৃষ্ণপক্ষ’।
ছবিটির প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে থাকা ইমপ্রেস টেলিফিল্মের সূত্রে জানা গেল, সিঙ্গাপুর, ফ্রান্স ও নিউইয়র্কে প্রদর্শিত হবে রিয়াজ-মাহি জুটির প্রথম ছবিটি। আগামী ২৩ ও ২৪ মার্চ সিঙ্গাপুরের গোল্ডেন ভিলেজ সিটি স্কয়ার এ ছবিটি প্রদর্শিত হবে।
এছাড়া আসছে রোববার, ২০ মার্চ ফ্রান্স ও নিউইয়র্ক এ প্রদর্শিত হবে ‘কৃষ্ণপক্ষ’।
ছবিটিতে রিয়াজ ও মাহি ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।
এলএ/পিআর