ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এপ্রিলে নিউ ইয়র্কে বাংলা সিনে অ্যাওয়ার্ড

প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৮ মার্চ ২০১৬

বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিএনএস লজিস্টিক বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৭ এপ্রিল নিউইয়র্কের কোল্ডেন সেন্টারে অনুষ্ঠিত হবে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন  বিএনএস লজিস্টিক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সালাহউদ্দিন আহমেদ শিমুল।

শিমুল বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে বাংলা সিনেমা একদিন বিশ্ব দরবারে নিজের স্থান দখল করে নেবে। শিল্পী ও কলাকুশলীদের মধ্যে সেই বিশ্বাস ও প্রেরণা যোগাতে আমাদের এই আয়োজন।

চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ বলেন, আমাদের বিশ্বাস বহির্বিশ্বে এ ধরনের অ্যাওয়ার্ড আয়োজন বাংলাদেশের তথা ঢালিউডের বাণিজ্যিক চলচ্চিত্রের প্রসার ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জুরি বোর্ডের নেতৃত্বে থাকছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন ফারুক।

২০১৪-১৫ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে প্রাথমিকভাবে ২৫টি বিভাগে ১৮টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন- ভারসেন্টাইন মিডিয়া গ্রুপের স্বত্বাধিকারী মো. আদনান, মহিউদ্দিন ফারুক (পরিচালক), গ্লোবাল বিজনেস কমিউনিকেশনের পরিচালক মো. মনির ও বিএনএস লজিস্টিকের সদস্য আজগর হোসেন বাবু, চিত্রনায়িকা নতুন প্রমুখ।

এএস/এনএফ/পিআর