ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রোমিও-জুলিয়েট মঞ্চায়ন করবে ব্রিটিশ কাউন্সিল

প্রকাশিত: ১১:৪৪ এএম, ২১ মার্চ ২০১৬

উইলিয়াম শেকসপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে ঢাকা থিয়েটার ও যুক্তরাজ্যেয় গ্রায়ে থিয়েটারের সাথে যৌথভাবে ৭৫ মিনিট দীর্ঘ নাটক ‘এ ডিফারেন্ট রোমিও-জুলিয়েট’ মঞ্চস্থ করবে ব্রিটিশ কাউন্সিল। রোববার সংবাদ সম্মেলনে নাটকটি মঞ্চায়নের ঘোষণা প্রতিষ্ঠানটি।

১৪ জন মেধাবী প্রতিবন্ধী শিল্পী এ নাটকটি মঞ্চায়ন করবে। এটা সম্পূর্ণভাবে নাটকটিকে অভিনব করে তুলেছে। ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দিন ইউসুফের সাথে যৌথভাবে নাটকটিতে নির্দেশনা দিবেন গ্রায়ে থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিইলী। আগামী ২৮ ও ২৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে নাটকটি প্রথমবারের মতো মঞ্চায়িত হবে।

সংবাদ সম্মেলনে প্যানেলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসে, গ্রায়ে থিয়েটার কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর জেনি সিইলী, ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দিন ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অ্যালিসন ব্লেক বলেন, এবছরের কমনওয়েলথ দিবসের প্রতিপাদ্য ছিল ইনক্লুসিভ কমনওয়েলথ অর্থাৎ সকলের অন্তর্ভূক্তি। প্রতিবন্ধী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা সেই অন্তর্ভুক্তির উদাহরণ এবং একইসঙ্গে আমাদের জানান দিলো যে, কোন অজুহাতেই কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। আমার বিশ্বাস এই প্রযোজনা শুধু শিল্প নয়; সকল ক্ষেত্রেই আমাদের কাছে প্রেরণা হয়ে উঠবে।’ বিজ্ঞপ্তি।

এআরএস/এবিএস