ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিশু নির্যাতনের বিরুদ্ধে ব্রেভার কনসার্ট

প্রকাশিত: ১০:৩০ এএম, ২২ মার্চ ২০১৬

আমাদের দেশে শিশুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। দিন বা বছরে আসলে কত শিশু নির্যাতিত হচ্ছে, সে বিষয়ে সরকারি কোনো তথ্য নেই। তবে বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে কিছু খণ্ডিত চিত্র পাওয়া যায়। সেই চিত্র মানুষ হিসেবে আমাদের লজ্জা দিয়ে যায়, আমাদের মানিবকতা ও সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে যায়।

শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজুড়েই দিন দিন বাড়ছে শিশু নির্যাতনের মতো অমানিবক ঘটনা। তাই বিশ্বজুড়েই বাড়ছে শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী তৎপরতাও। এই প্রতিবাদে সামিল হচ্ছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। কেউ মঞ্চে, কেউ সেলুলয়েডে কেউ আবার গানে গানে নিন্দা ও প্রতিবাদ করে চলেছেন শিশু নির্যাতনের।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজন করেছে একটি কনসার্টের। ‘শিশু নির্যাতন রুখে দাও’ শীর্ষক স্লোগানে ‘ব্রেভার কনসার্ট পাওয়ার্ড বাই ভিশন’ নামের এই আয়োজনের সহযোগীতায় রয়েছে বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভি।

কনসার্টে গান গাইবেন বাউল সম্রাজ্ঞী মমতাজ, জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও তার দল, জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ ও নেমেসিস। আরো গাইবেন পাওয়ার ভয়েস খ্যাত তারকা সজল এবং পিংকি।

আসছে ২৭ মার্চ রোববার, বিকেল ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক ইত্তেফাক, জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪ডটকম। রেডিও পার্টনার হিসেবে আছে জাগো এফএম (৯৪.৪)

এলএ/এমএস