নাজিয়া মিশকাত তমার প্রথম প্রদীপ জ্বালো
মা বরেণ্য সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরার মতো মেয়ে নাজিয়া মিশকাত তমাও নজরুল সংগীতে নিজেকে ঋদ্ধ করেছেন। সেই চলার পথে প্রথম আয়োজন নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
জি-সিরিজ থেকে প্রকাশ হতে যাচ্ছে তমার গানের প্রথম সংকলন ‘প্রথম প্রদীপ জ্বালো’। মারাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আগামী শুক্রবার, ২৫ মার্চ সন্ধ্যা ৬টায় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তাকে আর্শীবাদ ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে হাজির থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. আ আ ম স. আরেফিন সিদ্দিক, সংগীতশিল্পী খালিদ হোসেন ও সৈয়দ আব্দুল হাদী এবং জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুইয়া খালেদ।
এছাড়া প্রকাশিত অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন কলকাতার জনপ্রিয় বাচিক শিল্পী ডালিয়া বসু সাহা।
এলএ/এমএস