পাঁচ বছর পর বিজ্ঞাপনে সজল
জনপ্রিয় অভিনেতা সজল দীর্ঘ প্রায় পাঁচ বছর পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন। এমএসপি স্টেইনলেস স্টিলের ১ মিনিট ব্যাপ্তির এই বিজ্ঞাপনটির পরিচালনা করেন আশরাফুল আলম রুবেল।
রাজধানীর বসিলা ফ্লাইওভার, এফডিসি, সদরঘাট, আহসান মঞ্জিল, বুদ্ধিজীবী শহীদমিনারসহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ৪ দিনব্যাপী এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে।
সজল এই এমএসপি স্টেইনলেস স্টিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। সেই সুবাদে আগামী ২০২১ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন তিনি।
এই বিজ্ঞাপনটি প্রসঙ্গে সজল বলেন, ‘আমি সচরাচর বিজ্ঞাপনের কাজ করি না। এমএসপির সঙ্গে চুক্তি হয়েছি অনেকগুলো বিষয় বিবেচনা করেই। বাজারে এখন বেশ কিছু ইস্পাতের প্রতিষ্ঠান রয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলব এই প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মান এবং প্রযুক্তিগত দিকগুলো অন্যসব প্রতিষ্ঠান থেকে এগিয়ে। তাই এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাবটি আমি সাচ্ছন্দেই গ্রহণ করি। নিজের মতো করেই কাজ করছি। ৪ দিন সময় নিয়ে ১ মিনিট ব্যপ্তির বিজ্ঞাপনের কাজটি করেছি। আশাকরি বহুদিন খুব ভালো একটি বিজ্ঞাপন নিয়েই দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি।’
উল্লেখ্য, সর্বশেষ চাকা ওয়াশিং পাউডারের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন সজল। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।
অন্যদিকে তিনি নিয়মিতই ছোটপর্দায় এক ঘণ্টার নাটকে কাজ করছেন। সর্বশেষ ‘রানআউট’ চলচ্চিত্রটিতে কাজ করেও প্রশংসা পেয়েছেন তিনি। এই মুহূর্তে নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিত’ শিরোনামের এই চলচ্চিত্রটির শুটিং আগামী মে মাস থেকে শুরু হবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‘অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহী।
এলএ/এমএস