ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

বন্যার্তদের সাহায্যে জ্যাকলিন

প্রকাশিত: ১০:০২ এএম, ২৪ মার্চ ২০১৬

তারকা মানেই শুধু পর্দায় গ্ল্যামারের আভা ছড়াবে এমন নয়। তারকা মানে মন মানসিকতাতেও হতে হয় একজন আদর্শ মানুষ। আর তাই রুপের সৌন্দর্যে আলো ছড়ানো শ্রীলংকান বংশোদ্ভুত বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজ এবার মনের আলো জ্বেলে দাঁড়ালেন তামিলনাড়ুর বন্যায় আক্রান্ত মানুষদের পাশে।

গেলো বছরের ডিসেম্বরে ভারতের তামিল নাড়ু রাজ্যে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়ে প্রায় ২৮ লাখের মতো পরিবার। সেই বন্যায় প্রাণ হারায় প্রায় ৩২৫ জন মানুষ। তবে সময় অনেক গড়ালেও অনেকেই এখনো আগের অবস্থায় ফিরে যেতে পারেননি। আর তার ফলে গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।

এই সমস্যা সমধানের জন্য সম্প্রতি একটি এনজিও সংস্থার সাথে একসাথে কাজে নেমেছেন ‘মার্ডার-২’ দিয়ে আলোচনায় আসা তারকা জ্যাকলিন। বন্যার্তদের সাহায্য করার জন্য ফান্ড গঠন করতে অনুদান চেয়ে কাজ করবেন জ্যাকলিন।

এ কাজে এর পূর্বে তামিল সুপারস্টার রজনীকান্ত ও বলিউড সুপারস্টার শাহরুখ খানও এগিয়ে এসেছিলেন। নিজেরা দিয়েছিলেন মোটা অংকের অনুদানও।

আরএএইচ/এলএ/পিআর