ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

স্বাধীনতা দিবসের নাটক ইয়া ইয়া খান

প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৬ মার্চ ২০১৬

৭১’র রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘ইয়া ইয়া খান’। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে অভিনয় করেছেন তারিখ আনাম খান, মাজনুন মিজান, কাজী উজ্জ্বলসহ আরো অনেকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাফাত জাগো নিউজকে বলেন, ‘গল্পটি মুক্তিযুদ্ধকে ঘিরে। এখানে তৎকালীন সময়ের নানা দিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।’

নির্মাতা আরো বলেন, ‘বিশেষ এ দিবসে আমাদের দেশের অনেক চ্যানেলে অনেক নাটক প্রচার হয়। সেদিক থেকে দর্শকদের মনে ভিন্ন কিছুর স্বাদ পৌঁছে দেবে ‘ইয়া ইয়া খান’- এমনটা প্রত্যাশা করছি।’

তিনি জানালেন, আজ রাত ৭ টা ৪৫ মিনিটে নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে।

এনই/এলএ/এমএস