ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অঙ্কুশের ‘মির্জা’ সিনেমার টিজার প্রকাশিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

সিনেমার নাম ঘোষণা আগেই করা হয়েছিল। এবার প্রকাশ্যে এলো এর টিজার। আগামী বছর এক নতুন রূপে দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে।

আরও পড়ুন: যে সিনেমার জন্য ২ কোটি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন অঙ্কুশ

আজ (১৪ অক্টোবর) ভোরবেলায় নিজের সোশ্যাল মিডিয়ায় ‘মির্জা’ সিনেমার টিজার শেয়ার করলেন এ অভিনেতা। এতে প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাকশনে ভরপুর। সিনেমাটিও এমন হবে তা তা টিজারেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

 
 
 
View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

সুমিত ও সাহিল পরিচালিত ‘মির্জা' আসছে ২০২৪ সালে। অঙ্কুশ হাজরার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত এ সিনেমার নাম ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই। এবার প্রকাশ্যে এলো সিনেমার টিজার।

অঙ্কুশ আগেই ঘোষণা করেছিলেন। মহালয়ার দিন সকাল সকাল সুসংবাদ দেবেন তার ভক্ত-অনুরাগীদের। সেই কথা মতোই ১৪ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় তার বহু প্রতীক্ষিত সিনেমার টিজার শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: অঙ্কুশ-প্রিয়াঙ্কার ‘কুরবান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে

এটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘নাম নয় ইজ্জত চাই। অপরাধের দুনিয়ায় নিজের নামের সম্মান আদায়ের জন্য তাকে লড়াই করতে দেখুন। ২০২৪ সালে তার সঙ্গে দেখা করার জন্য তৈরি থাকুন। আপনাদের সকলের শুভেচ্ছা প্রয়োজন। সকলকে ভালোবাসা। শুভ মহালয়া।’ টিজার পোস্ট হতেই প্রশংসা ও শুভেচ্ছার বন্যায় ভাসছেন অঙ্কুশ।

jagonews24

সিনেমার টিজার গুলির শব্দ, রক্তে মাখা চশমা, বোতল ও মাদক দ্রব্য দিয়ে শুরু। ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’ ও ‘বিগ স্ক্রিন প্রোডাকশন’ নিবেদিত এ সিনেমায় দেখা যাবে একদল কচিকাঁচাকে। প্রত্যেকের চোখের আগুন। ‘সে কোনো রাজা নয় কিন্তু সে শাসন করবে।’ তার সঙ্গে দেখা করতেই তৈরি হতে হবে দর্শককে। ‘মির্জা’

সিনেমার নাম ভূমিকায় অঙ্কুশ হাজরাকে দেখা যাবে। চোখে গাঢ় কাজল, অ্যাভিয়েটর ফ্রেমের চশমা, মুখভর্তি দাড়ি গোঁফ। এ লুকও আগেই দেখা গিয়েছিল। এবার তা আরও ভালো করে দেখা গেল টিজারে। চশমা দেখে এক ঝলক ‘রইজ’ সিনেমায় শাহরুখ খানের লুকের কথা মনে পড়তে পারে।

এমএমএফ/এমএস

আরও পড়ুন