ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

আজ থেকে পলাশ ফুলের নোলক

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৭ মার্চ ২০১৬

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে আজ রোববার, ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পলাশ ফুলের নোলক’। ইমদাদুল হক মিলনের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটকটি প্রচার হবে রবি থেকে মঙ্গলবার রাত ৭ টা ৪০ মিনিটে।

নাটকে বিভিন্ন চরিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, ডলি জহুর, ডা: এজাজ, আফজাল শরীফ, রহমত আলী, তারিক স্বপন, শ্যামল জাকারিয়া, সাব্বির আহমেদ প্রমূখ।

নাটকে দেখা যাবে, এতিমখানায় বড় হওয়া এক যুবক রবি। হোস্টেল সুপারের সহযোগিতায় রবি বিএ পাশ করে। এতিমখানার পরিচালনা পর্ষদের চাপের মুখে রবিকে এতিমখানা ছেড়ে দিতে হয়। এতিমখানার ছোট ছোট বাচ্চা ছেলেরা তাদের গুরুকে কোনোভাবেই ছাড়তে চায় না। একদিন কাউকে না বলে রবি অজানার উদ্দেশ্যে রওনা হয়।

একটি গ্রামের পাশে বাস থামে। সেখানে ফুলের মালা নিয়ে অপেক্ষা করতে থাকে গ্রামের কয়েকজন লোক। গ্রামের চেয়ারম্যান লাবু মিয়া তার মেয়ের শিক্ষককে আনার জন্য লোক পাঠান। রবি গাড়ি থেকে নামলে লোকগুলো রবিকে চেয়ারম্যানের বাড়ি যেতে অনুরোধ করে। রবি কিছু বুঝতে পারে না। কিন্তু রবির থাকার জন্য একটা জায়গা দরকার। তাই তাদের অনুরোধে চেয়ারম্যানের বাড়ি রওনা দেয়।

চেয়ারম্যানের বাড়িতে যে শিক্ষকের আসার কথা ছিলো সেই শিক্ষক তিন ঘন্টা আগে ভালুকায় বাস এক্সিডেন্টে মারা যান। তাই তিনি আসতে পারেননি। চেযারম্যান বাড়ির সবাই ধরে নিয়েছে রবি সেই শিক্ষক। চেয়ারম্যানের মেয়ে বেলিকে পড়ানোর দায়িত্ব নেয় রবি। সেখানে তৈরি হয় বিভিন্ন নাটকীয়তা। সামাজিক পটভূমিতে নাটকটির গল্প এগিয়ে যায়।

এলএ/আরআইপি