ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

নিউইয়র্কে গাইবেন সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৭ মার্চ ২০১৬

দারুণ এক সুখবর নিউইয়র্কবাসী বাঙালিদের জন্য। বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি দুই শিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা একসঙ্গে নিউইয়র্কে আসছেন। সেখানে দুজনে এক মঞ্চে গান শোনাবেন শ্রোতাদের।

দেশের বাইরে এই প্রথমবারের মতো তারা একসঙ্গে গান গাইতে চলেছেন। এই অসাধ্য সাধন করেছেন যুক্তরাষ্ট্রের স্বনামখ্যাত প্রোমাটার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তার প্রতিষ্ঠান ‘শো টাইম মিউজিক’র ব্যানারে আগামী ১৫ মে রোববার নিউইয়র্কের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে এক মেগা কনসার্টে গাইবেন বাংলাদেশের দুই গানের পাখি।

আলমগীর খান আলম বলেন, ‘শোটাইম মিউজিক প্রতি বছর ঢালিউড এওয়ার্ড করছে। এবারও এপ্রিলের ৩ তারিখ এটি অনুষ্ঠিত হবে এটি। পনের বছর ধরে আমরা এক নাগারে এই অনুষ্ঠানটি করছি। এটি যুক্তরাষ্ট্রে বাঙালিদের আয়োজনে সবচেয়ে বড় ও ব্যয়বহুল বিনোদন অনুষ্ঠান। শোটাইম মিউজিক সব সময়ই ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার আমরা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কনসার্ট করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন দুজনই খুবই ব্যস্ত শিল্পী। তাদের সময় ম্যানেজ করে একসাথে কনসার্টের আয়োজন করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আশা করছি, নিউইয়র্কে এটি স্মরণকালের একটি সেরা অনুষ্ঠান হবে।’

আলমগীর খান আলম জানান, খুব শিগগিরই কনসার্টের টিকিট ছাড়া হবে।

এলএ/এমএস