জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত: জীবন
দেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন সিনেমায় গান লেখার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ লাভ করেছেন। তিনি ‘পরাণ’ সিনেমায় ‘ধীরে ধীরে তোর স্বপ্নে’ গানের জন্য এ পুরস্কার পেয়েছেন।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ লাভের অনুভূতি জানিয়ে গীতিকার রবিউল ইসলাম জীবন জাগো নিউজকে বলেন, ‘এ পুরস্কার প্রাপ্তির খবরে আমি ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত। আমার মনে হয় কোনো কাজের পুরস্কারপ্রাপ্তির বিষয়টি মহান সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। তবে কাজও করতে হয়। আমি আমার কাজের মধ্যেই ডুবে ছিলাম এবং কাজ করে যাচ্ছি। সৃষ্টিকর্তা আমার কাজের জন্য যথাযোগ্য প্রাপ্তি ও সম্মান দিয়েছেন। এছাড়া সবার ভালোবাসা আমাকে সব সময় নতুন নতুন গান লেখার জন্য প্রেরণা জুগিয়েছে।’
আরও পড়ুন: টাইগারদের উৎসাহ দিতে জীবনের কথায় নতুন গান
রবিউল ইসলাম জীবন আরও বলেন, ‘গান লিখে এখন পর্যন্ত অনেক পুরস্কার পেয়েছি। তবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তির জন্য প্রত্যেকেরই একটা সুতীব্র প্রত্যাশা থাকে। আমারও সেই আশা ছিল। আমার এ স্বপ্ন পূরণের জন্য রাষ্ট্র আমাকে নির্বাচিত করেছে এজন্য রাষ্ট্রের কর্তাব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে সম্মানিত জুরিবোর্ড আমার গানটি নির্বাচিত করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। ‘পরাণ’ সিনেমায় আমার লেখা মিষ্টি মধুর গানটি শ্রোতাও পছন্দ করেছেন- এজন্য তাদের ধন্যবাদ জানাই। সিনেমাটির পরিচালক রায়হান রাফী, গানটির সুরকার ও সংগীত পরিচালক বন্ধু ইমন চৌধুরী, গায়িকা (ইমনের সঙ্গে দ্বৈত) লুইপা, পর্দার অভনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান এবং এই সিনেমার সঙ্গে যুক্ত সবাই এই প্রাপ্তির অংশীদার বলে মনে করছি।’
রবিউল ইসলাম জীবনের লেখা প্রায় ৬০০-এরও বেশি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে অসংখ্য গান হয়েছে জনপ্রিয়। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের অনেক জনপ্রিয় ও গুণী শিল্পী। এর মধ্যে রয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, ফেরদৌস ওয়াহিদ, আইয়ূব বাচ্চু, শাফিন আহমেদ, মাহমুদুজ্জামান বাবু, পার্থ বড়ুয়া, বেবী নাজনীন, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ডলি শায়ন্তনী, আলম আরা মিনু, এসআই টুটুল, পলাশ, রবি চৌধুরী, বিপ্লব, আগুন, বাপ্পা মজুমদার, আসিফ, বালাম, ইবরার টিপু, শফিক তুহিন, আঁখি আলমগীর, তপু, মিলন মাহমুদ, মিলা, ন্যান্সি, কনা, দিনাত জাহান মুন্নী, কানিজ সূবর্ণা, জুলি, এলিটা, পড়শী, মিলন মাহমুদ, আরফিন রুমি, হৃদয় খান, তৌসিফ, কাজী শুভ, ইমরান, বেলাল খান, পূজা, কোনাল, নওমী, রিজভী ওয়াহিদ, শহীদ, রমা, জুয়েল মোর্শেদ, অপু, লিজা, ইলিয়াস, মোহাম্মদ মিলন, ঐশী প্রমুখ।
আরও পড়ুন: সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু
শুধু দেশের শিল্পী নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক জনপ্রিয় শিল্পীও গেয়েছেন জীবনের লেখা গান। এরই মধ্যে ভারতীয় শিল্পীদের কণ্ঠে তার লেখা ২০টিরও বেশি গান প্রকাশ হয়েছে। শুভমিতা, জুবিন নাটিয়াল, মোহাম্মদ ইরফান, আকাশ সেন, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, আকৃতি কাক্করের মতো শিল্পীরা তার লেখা গান গেয়েছেন।
এমএমএফ/জেআইএম