ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভিকটিম সাপোর্ট সেন্টারে সেই হ্যাপি

প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৪ ডিসেম্বর ২০১৪

মিরপুর মডেল থানায় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলার পর থেকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন নবাগত নায়িকা নাজনিন আক্তার হ্যাপি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে এই সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

মিরপুর মডেল থানার এএসআই জাহিদ জানান, ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ করেন হ্যাপি। পরে এই অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানা রুবেলের নামে একটি নারী নির্যাতন মামলা রেকর্ড করে।

ধর্ষণের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হতে পারে বলেও জানান তিনি।