‘চান তারা জোসনা’ নিয়ে আসছেন সুমি শবনম
সুমি শবনম বর্তমান সময়ের বাংলা গানের এক আলোচিত নাম। পরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা মনে নিজের অবস্থান পোক্ত করেছেন এ শিল্পী। আর এ কারণেই শ্রোতাদের প্রতি বেড়েছে তার দায়বদ্ধতা সেই সাথে নতুন নতুন গান তৈরির আগ্রহ।
আরও পড়ুন: চিকিৎসা নিতে দেশের বাইরে বেজবাবা সুমন
এরই ধারাবাহিকতায় এবার আসছে তার নতুন গান ‘চান তারা জোসনা’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটির ভিডিওতে অভিনয় করেছেন আলভি মামুন ও আনফি সিনহা। কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নতুন গান ‘চান তারা জোসনা’ নিয়ে এ গায়িকা জানান, ‘এটি একটু ব্যতিক্রমী গান। মানে অতি সম্প্রতি আমি যে গানগুলো করেছি তার থেকে আলাদা। আমি আমার শ্রোতাদের একটু ভিন্ন ধারার গান উপহার দিচ্ছি। অবশ্য শ্রোতাদরে কথা চিন্তা করে, পর্যাপ্ত সময় নিয়ে গানটি করেছি। তাই আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আর গানটির ভিডিওটাও একটু ভিন্নভাবে করা হয়েছে। যা দর্শক- শ্রোতাদের দোলা দিয়ে যাবে।
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত: জীবন
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৩ নভেম্বর (সোমবার) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘চান তারা জোসনা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ।
এমআই/এমএমএফ/এএসএম