ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মুক্তির আগেই হলে পিকে

প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

‘পিকে’ মুক্তি পাচ্ছে ১৯ ডিসেম্বর। কিন্তু হলে মুক্তি পেলেই তো তারকারা সচরাচর সিনেমা দেখতে যেতে পারেন না। এক সময়ের অভাব। দুই, খ্যাতির বিড়ম্বনাও বটে।

কিন্তু বন্ধুর সিনেমা নিয়ে বেজায় কৌতূহল তৈরি হয়েছে শচিনের মনে। তাই মনের কথা মনে চেপে না রেখে তা আমিরকে জানিয়েই ফেলেছিলেন। আমিরও এক পায়ে খাড়া। বন্ধুর কথা মাথায় রেখেই মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছেন তিনি। খবরটির সত্যতা স্বীকার করে নিয়েছেন আমিরের মুখপাত্র। এছাড়াও আনুষ্ঠানিক মুক্তির আগে অন্যান্য শহরেও স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হবে।

ইদানিংকালে প্রায় প্রতিটি বলিউডের ছবিই মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিং হয়ে থাকে। এখানে কিছু তারকা এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। এই সুবাদে ছবির ফিডব্যাক কী হতে পারে তারও যেমন একটা আগাম ইঙ্গিত পাওয়া যায়, ছবিটিও মুক্তির ঠিক আগে আগে জবরদস্ত প্রচারও হয়ে যায়। আর সেদিক থেকে ‘পিকে’ অনেকটাই এগিয়ে রয়েছে। ছবিটি শুটিং স্তর থেকেই প্রচারের তুঙ্গে। আমির বলে কথা। এমনটা তো হবেই।