ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

লিন্ডসের নতুন প্রেম

প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

অভিনয় ছাড়াও অদ্ভুত সব কাজ করে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান। তবে এবার অদ্ভুত কাজ নয়, নতুন প্রেমে জড়িয়ে আলোচনায় এসেছেন তিনি। নতুন প্রেমে পড়েছেন লিন্ডসে লোহান।

জানা গেছে, পেশায় ব্যাংকার এই প্রেমিকের টানেই তিনি এখন যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের চিন্তাভাবনা করছেন। ব্রিটিশ ট্যাবলয়েড মিররকে এ ব্যাপারে লিন্ডসের ঘনিষ্ঠ এক বন্ধু বলেন, `লিন্ডসে লন্ডনে খুব ভালো সময় কাটাচ্ছেন। তিনি ওখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিন্ডসে তার নতুন প্রেমিককে নিয়ে অনেক সুখে রয়েছেন। তিনি আশা করছেন, এবারের সম্পর্কটি আজীবন টিকে থাকবে।` উল্লেখ্য, ব্রিটিশ মঞ্চনাটক `স্পিড দ্য প্লাউ`-এর কাজে অনেক দিন ধরেই লন্ডনে অবস্থান করছেন লিন্ডসে।