তরুণ মডেল বিপুল
মডেলিং জগতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের সন্তান ফেরদৌস বিপুল। ছোটবেলা থেকেই তার শখ মডেল হওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার। অথচ বাবার ইচ্ছে ছিল বিপুল বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। এক সময় ছেলের ইচ্ছেকেই প্রাধান্য দিতে থাকেন বাবা। তাই বিপুল আপন গতিতে এগিয়ে যাচ্ছেন।
বিপুল ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পড়ালেখা শেষে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খাদ্য এবং পুষ্টি নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। এখন তিনি পুরোপুরি ব্যস্ত তার স্বপ্ন পূরণে। 
বিপুল এরই মধ্যে ঢাকার স্টাইল পার্ক, বিশ্বাস ক্যাফট, স্টাইক মেট, মডেল হান্টার বিডি, সভ রেইন, টেইলর, ক্লাসিক মেগাজিন, কাট প্রাইসসহ আরো বেশ কিছু পোশাকের মডেল হয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। সামনে তার অনেক কাজ।
ইতোমধ্যে বিপুল অনেকগুলো ফ্যাশন হাউজের সঙ্গে জড়িয়ে পড়েছে। আসছে ঈদে নতুন অনেক পোশাকে দেখা যাবে তাকে।
বিপুল জানায়, পড়ালেখা শেষ করে এখন বিভিন্ন ফ্যাশন হাউজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। সবার দোয়ায় আরো বড় হতে চাই।
এলএ/এমএএস/পিআর