শীতার্তদের পাশে ন্যান্সি
নেত্রকোনার নিজ এলাকায় ৫০০ দরিদ্র ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। গত ১৮ ডিসেম্বর মহাদেবপুর, কুমড়ী,চল্লিশা মাদ্রাসা ও এতিমখানা এবং হিরণপুর জাউসী মাদ্রাসায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ন্যান্সি।
এ সময় তার পাশে ছিলেন স্বামী জায়েদ এবং মেয়ে রোদেলা। শীতবস্ত্র বিতরণ সম্পর্কে ন্যান্সি বলেন, "কিছুদিন আগে ঘরে ফেরার পথে দেখলাম, কিছু বয়স্ক মানুষ রাস্তার পাশে গুটিসুটি হয়ে শুয়ে আছে। তখনই মনে পড়ে গেল আমার নিজ গ্রাম এবং গ্রামের আশপাশের দরিদ্র মানুষগুলোর কথা। তারা আমাকে গ্রামে যেতে দেখলেই `আমাদের মেয়ে, আমাদের মেয়ে` বলে গর্ব করে। এসব মানুষের মাঝেই আমি শীতবস্ত্র বিতরণ করলাম।" শীতার্ত মানুষের প্রতি সর্বস্তরের মানুষকে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন ন্যান্সি।