বাচসাস আজীবন সম্মাননা পাচ্ছেন তাঁরা
বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কারের ৩৮তম আসর বসতে যাচ্ছে ২৭ ডিসেম্বর । এবারের আসরে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের তিন দিকপাল। তাঁরা হলেন রাজ্জাক, কবরী ও চাষী নজরুল ইসলাম। এ ছাড়া বিশেষ সম্মাননা দেওয়া হবে নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে। খবরটি নিশ্চিত করেছেন বাচসাস সভাপতি আবদুর রহমান।
এবার একসঙ্গে পাঁচ বছরের পুরস্কার দেওয়া হবে। এছাড়াও এ বছর চলচ্চিত্রের ১৭টি বিভাগে প্রদান করা হেব বাচসাস পুরস্কার।