ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সুচিত্রা সেন স্মরণে `বাঙালি বিশ্বময়`

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে তৈরি করা হয়েছে `বাঙালি বিশ্বময়`। মহানায়িকা-এর বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন চরিত্র, কর্ম, সাফল্যগাথার প্রামাণ্য চিত্র নিয়ে পর্বটি তৈরি করা হয়েছে। তাকে নিয়ে টেলিফোনে স্মৃতিচারণ করবেন বলিউডের বিখ্যাত সব সঙ্গীত পরিচালকগণ।

অরিন্দম মুখার্জি রিংকুর প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ৮টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।