এ প্লাস পেয়েছে দেশ সেরা লোকনৃত্যশিল্পী মিম
দেশ সেরা লোকনৃত্যশিল্পী শতাব্দী দাস মিম ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। নোয়াখালীর উপজেলা বেগমগঞ্জের প্রধান বাণিজ্যিক এলাকা চৌমুহনীর গনিপুর বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিলো মিম।
২০০১ সালের ৭ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জে গঙ্গা প্রসাদ ভূঁইয়া বাড়িতে জন্ম গ্রহণ করে শতাব্দী দাশ মিম। তার বাবা বাবুল দাস ও মা কণক চাঁপা ভূঁইয়া।
এর আগে তিনি পিএসসি’তে এবং জেএসসি’তেও জিপিএ-৫ পেয়েছিলো মিম। সে নাচ, গান, অভিনয় এবং আবৃত্তির মাধ্যমে দেশ সেরা নির্বাচিত হয়েছে। পাশাপাশি নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনকে করেছে সাফল্য মন্ডিত। এসএসসিতে তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা।
মিম ২০১৫ সালে লোকনৃত্যে সেরা হয়ে স্বর্ণপদক লাভ করে। এর আগে ২০১৪ সালে বঙ্গবন্ধু শিশুশিল্পী প্রতিযোগীতায় রৌপ্যপদক অর্জন করে। এনটিভি’র আয়োজিত মার্কস অলরাউন্ডার ‘প্রতিভার ঝলকে সেরা হও পলকে’ অনুষ্ঠানেও সেরা নির্বাচিত হয় মিম।
জাগো নিউজকে মিম তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানিয়ে বলে, ‘জীবনের একটাই চাওয়া। বড় হয়ে ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষকে ভালোবেসেই বেঁচে থাকাটা সুন্দর ও সফল করতে চাই।’
মিমকে জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।
মিজানুর রহমান/এলএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ফ্যাসিস্টের প্রশংসা ও ধর্মবিরোধী মন্তব্য, ক্ষমা চাইলেন কানিয়ে
- ২ কিংবদন্তিতুল্য ড্রামার স্লাই ডানবার মারা গেছেন
- ৩ ৯০০ মিলিয়ন ডলারে নিজের প্রতিষ্ঠান বিক্রি করলেন টিকটক তারকা খাবি
- ৪ ভাগনে-ভাগনির কণ্ঠে দেশাত্মবোধের সুর, আবেগঘন ভিডিওতে সালমান
- ৫ ছন্দার দুই জমজ মেয়েও অভিনেত্রী, বৃত্তি নিয়ে পড়তে গেলেন মালয়েশিয়ায়