নতুন সঞ্জয় দত্ত
প্যারোলে মুক্তি পেয়ে ১৪ দিনের জন্য জেল থেকে গত বুধবার বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় তাঁর। পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে সেই সাজাই ভোগ করছেন তিনি। ২০১৩ সালের মে মাস থেকে সঞ্জয়ের কারাভোগ শুরু হয়। মাঝে তিন দফা ছুটি কাটাতে জেল থেকে বেরিয়েছিলেন এ অভিনেতা। সব মিলিয়ে কারাবাসের সময়ে ১১৮ দিন তিনি ছিলেন ছুটিতে।
কিন্তু এবার যখন জেল থেকে বেরোলেন, আগের সঞ্জয়ের সঙ্গে যেন মেলানোই যাচ্ছিল না! দেড় বছরে ১৮ কেজি ওজন কমিয়েছেন তিনি!
এবারের ছুটির সময়টা তিনি কাটাবেন তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে। তা ছাড়া বৃহস্পতিবার পরিবার ও বন্ধুদের নিয়ে দেখেন পিকে ছবিটি। সে সময় পিকের পুরো দল ছিল সঞ্জয়ের সঙ্গে।
সর্বশেষ - বিনোদন
- ১ আতঙ্ক আর বেদনা নিয়ে ঢাকা ছাড়লেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর বংশধর
- ২ চলছে রণবীর সিংয়ের রাজত্ব, ‘অ্যানিমেল’ টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
- ৩ ৪৬ বছর বয়সেই করুণ মৃত্যু, জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
- ৪ যে কারণে ভেঙেছিল শুভর সঙ্গে প্রেম, অবশেষে মুখ খুললেন বিন্দু
- ৫ নিরাপত্তার কারণে কনসার্ট বাতিল হওয়ায় আর্থিক ক্ষতিতে ‘শিরোনামহীন’