ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হৃতিকের নতুন নাচ (ভিডিও)

প্রকাশিত: ০৪:১০ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

হাত-পা ছুড়ে অদ্ভুত ভঙ্গিমায় নাচতে হৃতিক রোশানকে নাচতে দেখলে অবাক হবেন অনেকেই। কারণ নাচে পারদর্শিতার জন্য আলাদা সুনাম আছে তার।  তবে সদ্য প্রকাশিত একটি ভিডিওতে এমন ভাবেই নাচতে দেখা গেছে হৃতিককে!

ভিডিওটিতে ষাটের দশকের ‘আজা আজা ম্যায় হু পেয়ার তেরা’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে হৃতিককে। ‘কোয়ি মিল গায়া’ ছবির রোহিত চরিত্রটির বেশে নেচেছেন তিনি।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, গত বছর ‘কৃশ ৩’ ছবির শুটিং চলার সময় ভ্যানিটি ভ্যানের ভেতর সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভিডিওটি ধারণ করেছিলেন হৃতিক।