হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সিনেমা
নন্দিত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জ্যোতিকা জ্যোতি। ২০১৫ সালের ২৬ মার্চ মুক্তি পাবে এ ছবিটি। মোরশেদুল ইসলাম পরিচলিত এ ছবির শিরোনাম `অনিল বাগচীর একদিন`।
ছবির গল্প মুক্তিযুদ্ধকে ঘিরে আবর্তিত হয়েছে। গত নভেম্বরে এর শুটিং সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর ডাবিং শুরু হবে। `অনিল বাগচীর একদিন` ছবিতে জ্যোতি অতসী চরিত্রে অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, আমি শৈশব থেকেই হুমায়ূন স্যারের গল্প-উপন্যাসের ভীষণ ভক্ত। তারই লেখা কাহিনীতে অভিনয় করতে পেরে আমার অনেক ভালো লাগছে। এ ছবির থিমটি খুবই চমৎকার। এখানে অতসী চরিত্রে অভিনয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে এর শুটিং শেষ করতে পেরেছি। এ ছবিতে দর্শকরা নতুন অনেক চমক দেখতে পাবেন। নতুন বছরেই এ ছবিটি নিয়ে আমার ভক্ত-দর্শকের সামনে আসতে পারব বলে অনেক আনন্দ লাগছে। এটি একটি মানসম্পন্ন দর্শকপ্রিয় ছবি হবে বলে আমার বিশ্বাস। এ ছবিতে আরো অভিনয় করেছেন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, ফারহানা মিঠু প্রমুখ।