রাশিফল : ২৯ ডিসেম্বর
মেষ: ক্রূর কর্মীর কারসাজিতে ব্যবসায় লোকসান। পায়ের হাড় নিয়ে সমস্যায় চলাফেরায় অসুবিধা।
বৃষ: মিষ্ট ভাষণে অন্যদের প্রভাবিত করে কার্যোদ্ধার। বন্ধুর পারিবারিক অনুষ্ঠানে বিপত্তির মোকাবিলা।
মিথুন: কর্মস্থলে সমস্যা মিটিয়ে প্রভাব বৃদ্ধি। স্বজনের অনৈতিক কাজকর্মে মানসিক ক্লেশ। নাক, কান ও গলার সমস্যায় ভোগান্তি।
কর্কট: কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। অংশীদারের অসততায় ব্যবসা ঘিরে জটিলতা। অর্শজাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি।
সিংহ: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে বিকল্প কর্মসংস্থানের সুযোগ। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। টিউমার জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধি।
কন্যা: মিত্র বৃদ্ধি ও কর্মে পদোন্নতির সম্ভাবনা। কুচক্রী জ্ঞাতির উস্কানিতে দাম্পত্য ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। পড়ে গিয়ে বা দুর্ঘটনায় আঘাতের আশঙ্কা।
তুলা: পদস্থ ব্যক্তির আনুকূল্যে কর্মসমস্যার সমাধান হয়ে যেতে পারে। সহৃদয় ব্যবহার ও যুক্তিপূর্ণ আলোচনায় শত্রুবশ। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।
বৃশ্চিক: কুচক্রীদের বিরূপতা সত্ত্বেও কর্মে উন্নতির ইঙ্গিত। বাড়ির সংস্কার ও নবনির্মাণের জন্য আর্থিক চিন্তা। নিষ্ঠাভরে কর্তব্য করেও স্বীকৃতি না-পাওয়ায় হতাশা বাড়বে।
ধনু: উদ্যমী হলে কর্মবাধা কেটে যেতে পারে। গুরুজনের দেহারোগ্যে মানসিক শান্তি। সঙ্গীতাদি চারুকলার চর্চায় অগ্রগতি।
মকর: সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি জুটতে পারে। পারিবারিক টানাপড়েনে সম্পত্তি ক্রয়ে জটিলতা। কোনো হঠকারী সিদ্ধান্তে সমস্যা বাড়তে পারে।
কুম্ভ: অকারণ বিতর্কবিবাদ এড়াতে না-পারলে সমস্যা হতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইদের সঙ্গে মনোমালিন্য।
মীন: উদ্যমের অভাবে কর্মপরিকল্পনা ভন্ডুল হয়ে যেতে পারে। বেফাঁস মন্তব্যে কর্মস্থলে বিড়ম্বনা বাড়বে। প্রেমপ্রণয়ে মেঘ কেটে শুভ পরিণতির সম্ভাবনা।