ভিডিও ENG
  1. Home/
  2. ফিচার

রাশিফল : ০২ জানুয়ারি

প্রকাশিত: ০২:০৭ এএম, ০২ জানুয়ারি ২০১৫

মেষ: কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি। বন্ধুর উস্কানিতে ভুল পথে চালিত হওয়ার আশঙ্কা। চিত্রশিল্পী বা ভাস্করদের শুভ দিন।

বৃষ: নিজ কৌশলে কর্মক্ষেত্রে জটিলতার মোকাবিলা, মূল্যবন দ্রব্যাদি হারানোর আশঙ্কা। একাধিক পথে অর্থাগমের সম্ভাবনা।

মিথুন: উদ্যমের অভাবে শুভ যোগ হাতছাড়া হতে পারে। লক্ষ্য স্থির রেখে কাজ করা দরকার। গৃহ নির্মাণের সূচনায় হঠাৎ ব্যাঘাত।

কর্কট: বিড়ম্বনার মধ্য দিয়ে কর্মে অগ্রগতি। প্রলোভনের ফাঁদ এড়াতে না-পারলে বিপদ।

সিংহ: বৃত্তি পরিবর্তনের ঝুঁকি নিয়ে সাফল্যের সম্ভাবনা। গুরুজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে মনঃকষ্ট। নৃত্যগীতাদি চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির স্বীকৃতির যোগ।

কন্যা: মামলা-মকদ্দমা এড়িয়ে জ্ঞাতিশত্রুদের আলোচনায় আপসরফার সম্ভাবনা। নিম্নাঙ্গের বাতজ বেদনার প্রকোপ বাড়বে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।

তুলা: প্রতিদ্বন্দ্বীর কলকাঠিতে ব্যবসা সম্প্রসারণে বাধা। বন্ধুবান্ধবের সাহচর্যে মানসিক ক্লেশের উপশম। মামলার ফল সন্তোষেজনক হতে পারে।

বৃশ্চিক: শত্রুর চক্রান্ত বানচাল করে কর্মক্ষেত্রে সমস্যা মেটানোর পথ দেখিয়ে প্রশংসা লাভ। হারানো দ্রব্যার্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। মহৎ কাজে অগ্রগতি।

ধনু: নিজের খারাপ ব্যবহারে ও সচেতনতার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনো স্ত্রীলোকের ছলনার ফাঁদে প্রতারিত হওয়ার আশঙ্কা। অস্থিসন্ধির সমস্যা ভোগাবে।

মকর: উদ্ভাবনী শক্তিতে বাধা কাটিয়ে কর্মে উন্নতি। ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ বাড়বে। প্রেমপ্রণয়ে জটিলতা কাটিয়ে অগ্রগতি।

কুম্ভ: কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দিতে হতে পারে। অকারণ উত্তেজনায় শারীরিক ও মানসিক সমস্যা বাড়বে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।

মীন: জ্ঞাতির সঙ্গে সম্পত্তি-বিবাদে শান্তি ব্যাহত। পারিবারিক ঐক্য বজায় রাখতে গিয়ে ত্যাগ স্বীকার করতে হতে পারে।