ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

রাশিফল : ১২ জানুয়ারি

প্রকাশিত: ০২:০৬ এএম, ১২ জানুয়ারি ২০১৫

মেষ: অপ্রিয় সত্যকথনে স্বজনেরাও বিরূপ হতে পারেন। স্বনিযুক্তি প্রকল্প সম্প্রসারণে অর্থের সংস্থান। অত্যধিক পরিশ্রমে শারীরিক ক্লান্তি।

বৃষ: দলাদলির ফাঁদে পড়ে কর্মস্থলে বিড়ম্বনা বাড়বে। প্রশিক্ষণে সাফল্যের সুবাদে বিকল্প কর্মসংস্থানের সুযোগ। সংক্রমণে জ্বরজ্বালা ভোগাবে।

মিথুন: সংরক্ষণের ব্যবস্থা সত্ত্বেও মূল্যবান দ্রব্যাদি বেহাত হওয়ার আশঙ্কা। মৌলিক কৌশলে শত্রুর মোকাবিলা। সাহিত্য ও সঙ্গীতচর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি মিলতে পারে।

কর্কট: বিজ্ঞজনের পরামর্শে ভাগ্যোদয় ও নৈরাশ্যমুক্তি। সহকর্মীর বিপদে পাশে দাঁড়াতে গিয়ে বিপদের আশঙ্কা। বিদ্যার্থী ও গবেষকদের পক্ষে শুভ দিন।

সিংহ: কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যেও সাফল্যের ইঙ্গিত। প্রেমপ্রণয়ে কোনো রূঢ় সত্য ঘিরে অসহায়তা বেড়ে যাবে। পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।

কন্যা: কুচক্রীর উস্কানিতে হঠকারী সিদ্ধান্ত না-নেওয়াই সমীচীন। সন্তানের বহির্মুখী মতিগতি অশান্তি বাড়াবে। হিতৈষীর পরামর্শে হতাশামুক্তির সম্ভাবনা।

তুলা: প্রতিভার জোরে দেরিতে হলেও কর্মস্থলে স্বীকৃতির যোগ। সঙ্গীতাদি ললিতকলার চর্চায় অগ্রগতি। নাক, কান ও গলার সমস্যায় কাজকর্মে বাধা।

বৃশ্চিক: কর্মস্থলে জটিলতার জেরে বিকল্প কাজের সন্ধানে নামতে হতে পারে। শেয়ারে বাড়তি লগ্নি না-করাই ভালো।

ধনু: মানসিক দুর্বলতায় নতুন পরিকল্পনার অগ্রগতি ব্যাহত হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ। অস্থিসন্ধির সমস্যা বৃদ্ধিতে দুর্ভোগ।

মকর: বহু শ্রমযোগে নতুন পরিকল্পনায় সাফল্যের সূচনা। অন্যের সমস্যা মেটাতে গিয়ে চক্রান্তের ফাঁদে পড়ার আশঙ্কা। ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিরোধ বাড়বে।

কুম্ভ: মৌলিক চিন্তাধারায় সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ মিলতে পারে।

মীন: নতুন কর্মোদ্যমে সাফল্যের সূচনা। সম্পত্তির রক্ষণাবেক্ষণ নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধ। হজমের গোলযোগ ও দৈহিক দুর্বলতা।