রাশিফল : ১৪ মার্চ
বৃষ : ভেঙে যাওয়া সম্পর্কের জোড়া লাগার সম্ভাবনা অনেকটাই। যৌথ বিনিয়োগে সাবধানতা আবশ্যক। পেছনে লেগে যাওয়া ফেউ তাড়াতে দেরি করবেন না।
মেষ : আজ পরিবারের সদস্যদের মধ্যে ভীতু আর চিন্তার কঠিন রসায়ন কাজ করবে। ফলে তাদের উত্তেজনাপূর্ণ কোনো আচরণে আপনি মোটেও বিষ্মিত হবেন না। ভালোবাসার মানুষটি কিছু একটা বোঝানো নিয়ে যতো বেশি উদগ্রীব হচ্ছে আপনি ততই এড়িয়ে যাচ্ছেন।
মিথুন : নাড়ীর টানে ছুটে যেতে ইচ্ছে করছে কর্মস্থল ছেড়ে। দিনের প্রতিটি মুহূর্ত কাটবে প্রচণ্ড উত্তেজনায়। অর্থযোগ শুভ। আজকের দিনে একটা মজার ব্যাপার টের পাবেন, তা হল- যে পকেটের টাকা কিছুদিন যাবৎ খরচ করছেন তা কেন যেন ফুরাতে চাইছে না।
কর্কট : কাছের কোনো বন্ধু ইদানিং অযথায় প্রেমের প্রলাপ শোনাতে চাইছে। অথচ এসব কথা শুনতে আপনার মন চাইবে না একদমই। কানের মধ্যে এয়ারফোন দিয়ে কথা বলতে পারেন বন্ধুর সঙ্গে, যাতে অনাকাঙ্ক্ষিত অনেক কথা এড়িয়ে যাওয়া যায়।
সিংহ : ভালোলাগা ভালোবাসা এক নয়, কথাটির সত্যতা টের পাবেন নিজের পছন্দকে বিশ্লেষণ করতে গিয়ে। উর্ধ্বতনের অবহেলায় পদন্নোতি আটকে থাকার মতো অস্বস্তি কাজ করবে।
কন্যা : আপনার মনের খবর আজকাল যে বেশি রাখা শুরু করেছে তার লাজুক মুখটি দেখে সকালের শুরু হবে। দিনের মধ্যভাগে বড় কোনো প্রজেক্টের দায়িত্ব এসে জুটবে।
তুলা : ভালোবাসা আজ মনের ঘরের ঘুলঘুলিতে বাসা বাধবে। আজ নিজের ওপর কেন জানি আস্থা হারানোর মতো দুর্বলতা অনুভব করবেন। বানিজ্যে মনোযোগ আবশ্যক।
বৃশ্চিক : আজ কান খুঁজে পেতে দেরি হবে ভীষণভাবে। সামনে রাখা জিনিস আপনাকে দেখে দাঁত বের করে হাসবে, আপনি মরবেন খুঁজে। প্রেমযোগ নিশ্চিত। অর্থবিভ্রাট ঘটতে পারে।
ধনু : সবখানে বিরাজমান অস্থিরতা আজ একখানে গিয়ে ঠেকবে। আজ কিছুটা শারীরিক দূর্বলতা টের পাবেন। অর্থ আসি আসি করছে। বেকারদের কারো চাকরি প্রাপ্তি ঘটবে।
মকর : অনেক কিছুই পাননি তাই বলে কষ্টকে পাত্তা দেয়া মানুষ আপনি নন। আজ হঠাৎ সামান্য একটি জিনিসের খোয়া যাওয়া মেনে নিতে খুব কষ্ট হবে।
কুম্ভ : নতুন ব্যবসা মনোযোগ আশা করছে আপনার কাছ থেকে। কাছের বন্ধুদের কেউ ফাঁদে ফেলতে পারে। পুরনো প্রেমের কথা মনে করে স্মৃতিকাতর হতে ভালো লাগবে, তবে তা কোনো কাজে আসবে না। অর্থব্যয়ের সম্ভাবনা।
মীন : চাকরিতে বিশেষ কোনো পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তনের সঙ্গেই থাকুন। বাড়িতে হঠাৎ করে বন্ধুদের সমাগম হতে পারে। অনেকদিনের পুরনো কোনো বন্ধুর আগমনে পরিবারে শান্তি ফিরে আসবে।
এআরএস/আরআইপি