রাশিফল : ১ এপ্রিল
মেষ: ব্যবসায় হঠাৎ মন্দা চিন্তা বাড়াবে। স্বজনের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিপত্তির আশঙ্কা। আধ্যাত্মিক উন্নতির জন্য তীর্থভ্রমণের পরিকল্পনা।
সিংহ: উপার্জন বাড়ানোর পন্থা নিয়ে সংসারে মতবিরোধ। কর্মস্থলে জটিলতা বাড়ায় হতাশা। গুরুজনের হঠাৎ স্বাস্থ্যহানিতে কাজকর্মে বাধা।
কন্যা: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে নামী সংস্থায় কাজের সুযোগ। অপ্রিয় সত্য কথনে শত্রু বৃদ্ধি। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।
বৃষ: রূঢ় সত্যকথনে বন্ধুবান্ধবও বিরাগ হতে পারে। মহৎ হৃদয়বৃত্তি ও পরোপকারের প্রতিদানে অপবাদের আশঙ্কা। অতিমানিতা একাকীত্ব বাড়িয়ে দিতে পারে।
মিথুন: নতুন কর্মোদ্যমে ও পরিকল্পনায় সাফল্য। প্রিয়জনের বিয়ে নিয়ে প্রাথমিক কথাবার্তা। প্রেমপ্রণয়ে আংশিক আঘাত পেড়ে ফেলতে পারে।
কর্কট: অধ্যবসায় ও কর্মপ্রতিভা সত্ত্বেও স্বীকৃতি ফের অধরা। যুক্তিপূর্ণ আলোচনার সঙ্গে সম্মানজনক আপসরফার সম্ভাবনা। সাংস্কৃতিক কাজকর্মের স্বীকৃতি।
তুলা: কর্মস্থলে বিশেষ দায়িত্ব পেতে পারেন। পরিবারে দায়িত্ব পালন করেও অশান্তির আশঙ্কা। নতুন কাজে হাত না-দেওয়াই ভালো।
বৃশ্চিক: গতানুগতিকতা পরিত্যাগ করে কর্মে অভিনবত্বের স্বীকৃতি পেতে পারেন। বাইরের কাউকে ঘিরে পারিবারিক শান্তি ব্যাহত। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
ধনু: কর্মক্ষেত্রে পদোন্নতির বাধা কেটে যেতে পারে। মা-বাবার সঙ্গে সম্পর্কের অবনতিতে মনঃকষ্ট। চুরি বা ডাকাতিতে ক্ষতির আশঙ্কা।
মকর: কর্মপ্রতিষ্ঠানের আর্থিক অবনতিতে দুশ্চিন্তা। অনৈতিক পথে উপার্জনের ফাঁদ চিনতে না-পারলে বিপদ ঘটতে পারে। পিত্তপ্রকোপে দুর্ভোগ।
কুম্ভ: কর্মস্থলে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। প্রিয়জনের বিয়ে ভেঙে যাওয়ায় দুশ্চিন্তা। স্নায়বিক দুর্বলতায় কষ্ট বাড়বে।
মীন: ব্যবসা ঘিরে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংঘাত বাড়তে পারে। হঠকারিতা নিয়ন্ত্রণ করতে না-পারলে বিপদ। সংক্রমণজনিত জ্বরজ্বালা ও শ্লেষ্মা বৃদ্ধিতে ভোগান্তি।
আরএস/আরআইপি