ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

২৬০০ বছর আগে আমেরিকা আবিষ্কার!

প্রকাশিত: ১১:৪৭ এএম, ২০ এপ্রিল ২০১৫

১৪৯২ সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন একথা ইতিহাস বইয়ে অনেকবার পড়েছেন। তবে শুনে অবাক হবেন যে আজ থেকে ২৬০০ বছর আগেই নাকি চীনারা আমেরিকা আবিষ্কার করেন। আলাস্কায় খুঁজে পাওয়া ব্রোঞ্জনির্মিত কিছু প্রাচীন নিদর্শনের সূত্র ধরে গবেষকরা এ দাবি করেন। খবর ডেইলি মেইল।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চীনা বণিকদের এ কৃতিত্বের কথা জানান। তাদের মতে, ২৬০০ বছর আগে আলাস্কা অঞ্চলের মানুষ ব্রোঞ্জের ব্যবহার জানতেন না। ওই সময় মিশ্র ধাতুটির ব্যবহার শুরু হয় রাশিয়ার ইয়াকুতিয়া, চীন ও কোরিয়ার মতো দূরপ্রাচ্যের দেশগুলোয়। সেখানকার বণিকরা দুই মহাদেশের মধ্যে অবস্থিত বেরিং প্রণালী পার হয়ে আলাস্কায় যাতায়াত করতেন।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ওয়েন ম্যাসন বলেন, আমরা বিভিন্ন পুরনো নিদর্শনের তথ্য বিশ্লেষণ করে তৎকালীন সভ্যতার তথ্য উদ্ঘাটন করছি। গবেষকরা আর্কটিক রিসার্চ কনসোর্টিয়ামের ওয়েবসাইটে উল্লেখ করেন, প্রাচীন যুগের মানুষ নানা ধরনের ধাতু গলিয়ে নতুন রূপ দিতেন, কিন্তু এ বিষয়ে আমেরিকা মহাদেশের বাসিন্দাদের ধারণা ছিল না। তারা এ বিষয়ে দক্ষতা অর্জন করেন ইউরোপীয়দের আগমনের পর।

গবেষকরা ব্রোঞ্জের পুরনো নিদর্শনগুলো খুঁজে পান আলাস্কার রাইজিং হোয়েল নামে এক এলাকায়। সেখানে ‘বার্নার্ক’ সম্প্রদায় বসতি গড়েন। তারা বেরিং প্রণালীর দুই পাশেই বাস করতেন। উল্লেখ্য, বেরিং প্রণালীর এক পাশে আমেরিকার আলাস্কা এবং অন্য পাশে রাশিয়া।

বার্নার্কদের নিদর্শন থেকে জানা যায়, ১৪৯২ সালে কলম্বাস আমেরিকা আবিষ্কারেরও হাজার বছর আগে থেকে পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমেরিকার (আলাস্কা) ব্যবসায়িক সম্পর্ক ছিল।

অন্য এক গবেষণায় গ্যাভিন মেঞ্জিস নামে এক ইতিহাসবিদ দাবি করেন, কলম্বাসের আবিষ্কারের অন্তত ৭০ বছর আগে আমেরিকায় উপস্থিত হন চীনারা।

বিএ/আরআই