ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

পৃথিবীর প্রাচীনতম পানি

প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৫ নভেম্বর ২০১৪

পৃথিবীর প্রাচীনতম পানি পাওয়া গেল কানাডার বুকে। গবেষকদের দাবি ওই পানি প্রায় দেড়`শ বছর আগের। কানাডার খনিতে পাথরের ফাঁকে মিলেছে এই পানি। কানাডার অন্টারিওর এই খনিতে পানি পাওয়া গেছে।

ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও কানাডার দুটি ইউনিভার্সিটির গবেষকরা যৌথভাবে এই পানি নিয়ে গবেষণা চালিয়েছে। ভূপৃষ্ঠের দেড় মাইল গভীর থেকে ওই পানি উদ্ধার করা হয়েছে। এই পানির মধ্যে এমন কিছু গ্যাস রয়েছে, যা পরীক্ষা করে পানিটি কবেকার তা বোঝা সম্ভব হচ্ছে।

`ডেট টেকনিক` ব্যবহার করে এই পানির সময় বের করা হয়েছে। এর আগে ওই একই গবেষক দল পুরনো পানি আবিষ্কার করেছিল। তার থেকেও পুরনো এই পানি। এখনও ওই পানির প্রাণ আছে কিনা তা খতিয়ে দেখা দেখা হচ্ছে।