ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৯

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৪ জুন ২০২৫

দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০১ জনই বরিশালের বাসিন্দা। তবে, এসময় নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগেই ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা দক্ষিণে ১৯ জন, ঢাকা উত্তরে ১৬ জন এবং ঢাকা বিভাগে আরও ৫ জন আক্রান্ত রয়েছে।

 

এসইউজে/এমএএইচ/জেআইএম