করোনায় আরও দুজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চারজন।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষায় চারজনের করোনা শনাক্ত হয়। তারা সবাই ঢাকার (মহানগরসহ) বাসিন্দা।
২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দুজনই নারী। তাদের একজন চট্টগ্রাম ও একজন খুলনা বিভাগের বাসিন্দা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত চার হাজার ৯৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।
নতুন করে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। এছাড়া দুইজনের মৃত্যুর মধ্যদিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৫১০ জন।
বিজ্ঞাপন
ইএ/জেআইএম
বিজ্ঞাপন