ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

সচেতনতাই ক্যানসার প্রতিরোধের মূল শক্তি: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:০৮ এএম, ২০ অক্টোবর ২০২৫

স্তন ক্যানসার বিষয়ে জনগণকে সচেতন করে তোলা এখন সময়ের দাবি উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ ও সচেতন নগরী গড়ে তুলতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর-এই নীতিই আমাদের জীবনধারায় অন্তর্ভুক্ত করতে হবে।

রোববার (১৯ অক্টোবর ২০২৫) চান্দগাঁও শমসের পাড়ায় চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত স্তন ক্যানসার সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মেডিকেল জোনকে আমরা ‘পিংক জোন’ হিসেবে সাজিয়েছি। এটি চট্টগ্রামবাসীর জন্য নারীর স্বাস্থ্য সচেতনতার প্রতীকী উদ্যোগ।

তিনি বলেন, স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় সাড়ে ৬ লাখ মানুষ স্তন ক্যানসারে মারা যান। তাই জনসাধারণের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি খুব জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে মৃত্যুহার কমানোর জন্য সচেতনতার কোনো বিকল্প নেই।

সচেতনতাই ক্যানসার প্রতিরোধের মূল শক্তি: মেয়র শাহাদাত

তিনি আরও বলেন, আমরা যখন শহরকে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার কথা বলি, তখন নাগরিক সেবাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করাও জরুরি। এজন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি অ্যাপ তৈরি করেছে। আগামী ২১ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সহজেই নালা-নর্দমা, ম্যানহোল ঢাকনা, ডাস্টবিন বা খালের সমস্যা সংক্রান্ত ছবি আপলোড করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এতে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান সম্ভব হবে এবং নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথের ইসি কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, ইসি সেক্রেটারি ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আকরাম পারভেজ চৌধুরীসহ প্রখ্যাত চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমআরএএইচ/এমআইএইচএস/এমএস